প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৬:০০:১৪ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) শেরপুর বগুড়ার উদ্যোগে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচি প্রকল্পের আওতায় সোমবার টাউন কলোনী এ, জে উচ্চ বিদ্যালয়ে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি মাসে ৫০০ টাকা করে তিন কিস্তির শেষ কিস্তির বৃত্তি প্রদান করা হয়েছে।
সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, দৈনিক আমাদের সময় পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ প্রমুখ।