প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৭:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাসে খেটে খাওয়া ইজিবাইক চালকরা কর্মহীন হয়ে পড়ায় শেরপুর উপজেলা ও শহর ব্যাটারিচালিত ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকালে অত্র সমতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার যুগ্ম আহŸায়ক কারিমুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ১৫০ জন সাধারণ ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি শেরপুর কলেজের প্রভাষক সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সহ-সম্পাদক ছাত্রনেতা জিহাদুল ইসলাম জিহাদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য আবু হাসেম টিটু, সেলিম রেজা, আব্দুল জলিল সুমন, আরিফুল ইসলাম আরিফ, আরো উপস্থিত ছিলেন উক্ত মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি পীর মোয়াজ্জেম হোসেন, সদস্য আজাদ, মকবুল, চাঁন মিয়া, নিজাম, শাহিন, নাজমুল প্রমুখ।