প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৮:১৭:১১ প্রিন্ট সংস্করণ
শেরপর প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফলাফলে এবার শতভাগ পাশ সহ ১৪৪ পরীক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষস্থান লাভ করেছে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের আওতায় ৩১ মে রবিবার প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষনে দেখা যায়, জেলায় শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছিলো ২৩২ জন।
তন্মধ্যে ১৪৪ জন জিপিএ-৫, জিপিএ-৪ পেয়েছে ৭৮ জন, জিপিএ-৩ পেয়েছে ২ জন। পাশের হার শতভাগ। তবে বরাবর জেলায় শীর্ষে থাকা সরকারি ভিক্টোরিয়া একাডেমীর এবার জিপিএ-৫ কমার পাশাপাশি ২ জন অনুত্তীর্ণ হয়েছে। সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ২২৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। পাশের শতকরা হার ৯৯ দশমিক ৫। এদিকে, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে এবার শতভাগ পাশের ধারা অব্যাহত রেখে ভাল ফলাফল করেছে নবারুণ পাবলিক স্কুল। বিভিন্ন বিদ্যালয় থেকে নিবন্ধন করা নবারুণ পাবলিক স্কুলের ১৭১ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ সহ জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। অন্য ৮ জন জিপিএ-৪ পেয়েছে।
ভাল ফলাফল করে জেলায় শীর্ষস্থান লাভ করায় খুশি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যানী সুরাইয়া মিলুজ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ফলাফল ভাল হয়েছে। শ্রেনীকক্ষে নিয়মিত পাঠদান, কোর্স সম্পন্ন করা, দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাশের ব্যবস্থা, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠতায় এবারের এসএসসি ফলাফল বেশ ভাল হয়েছে। আমরা আশাকরি সামনের দিনগুলাতে এ ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।
এদিকে, জেলা শিক্ষা অফিসের ফেসবুক পেইজে বলা হয়েছে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের আওতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি’র ফলাফলে চার জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে শেরপুর জেলা। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। আর শেরপুর জেলায় পাসের হার সর্বোচ্চ ৮৩ দশমিক ১ শতাংশ।