প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৫:২১:৩১ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শেরপুর জেলা বাস–কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগ কার্যকরি সদস্য মোঃ ছানোয়ার হোসেন ছানুর নিজ উদ্যোগে শুত্রæবার সন্ধ্যায় শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর তার গ্রামের বাড়ির বিভিন্ন পাড়া মহল্লায় নগদ অর্থ বিতরণ করেন।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ কার্যকরি সদস্য মোঃ ছানোয়ার হোসেন ছানু এমন সংকটময় ও মহামারী সময়ে ওইসব মানুষের পাশে এগিয়ে এসেছেন। সন্ধ্যায় বামনেরচর গ্রামে দুইশতাধিক হতদরিদ্র নারী–পুরুষদের মাঝে প্রত্যেককে ৫শত করে টাকা বিতরণ করেন।
এসব নগদ অর্থ বিতরণকালে তিনি শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কর্মহীন, অসহায় ও শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ কার্যক্রম রমজান মাস পর্যন্ত অব্যাহত রাখবেন বলে গণমাধ্যমকর্মীদের এমনটাই জানিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল মেহেদী, ইউপি সদস্য শফি ও রামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।