প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৭:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : স্বাস্থ্যকর্মীরা নিরাপদে থাকলে সাধারণ মানুষও নিরাপদে থাকবে এরই ফলশ্রæতিতে বগুড়ার শেরপুরের ২৯টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাঝে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই প্রদান করেন বগুড়া সদরের সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মাদ সিরাজ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম থেকে এ পিপিই প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আফজাল হোসেন মারুফ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাতেম, শ্রী শশাংক রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর, আল মাহমুদ, এতেশামুল হক, সাইদুল ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন শেরপুর শাখার সভাপতি এসএম মাহবুব সোবহান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লোকমান হামিক প্রমুখ।