প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ৫:০৮:০৬ প্রিন্ট সংস্করণ
শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ১০ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পোড়াগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে দুদু মিয়া ও একই গ্রামের আবু জাফর ওরফে সুরুজের ছেলে আল আমিন। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ২০০৬ সালের ঝিনাইগাতী থানার এক কিশোরকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার মামলায় মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি আল আমিন ও দুদু মিয়া দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই শফিকুর রহমান, এ.এস.আই নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল ছদ্মবেশে শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় অভিযান চালিয়ে ওই ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।