প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৮:১০:০১ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : শেরপুরে জেলা বিএনপির নেতাদের নিজস্ব অর্থায়নে কর্মহীন দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার সকালে শহরের মডেল গালর্স কলেজ মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
এসময় পৌর সভার এক হাজার দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসূচীর অংশ হিসেবে অজ বৃহস্পতিবার দেয়া হয় সাড়ে তিন শত মানুষকে। পর্যাক্রমে বাকীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে বলে জেলা বিএনপি সূত্রে জানাগেছে। এসময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।