দেশজুড়ে

শেরপুর জেলায় করোনা পরিস্থিতি মোটামোটি ভালো

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৯:১৯:০০ প্রিন্ট সংস্করণ

নকলা প্রতিনিধি: করোনা শুরু হওয়ার পর থেকে প্রথম দিকে একেবারেই শূণ্যছিল দুই তিন দিন যাবৎ ৫জন আইশোলেশনে রাখা হয়েছে। ১১৫জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষাগারে পাঠালে মাত্র ৫জন রোগীর করোনা শনাক্ত করা হয় দুই দিনে। তাদের মধ্যে ৩জন শেরপুর সদরে একজন শ্রীবর্দী একজন ঝিনাইগাতী। এদিক থেকে নকলা নালিতাবাড়ী একেবারেই মুক্ত। এখানে কোন করোনার আলামত পাওয়া যায় নি। শেরপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ আনোয়ারুর রউফ প্রতিবেদককে মুঠোফোনে এমন তথ্য জানিয়েছেন। গত ২৪ঘন্টায় ১৪জনের নমুনা সংগ্রহ করে কোন করোনা পাওয়া যায় নি। 

আরও খবর

Sponsered content