প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৪:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ
তফশিল ঘোষণার আগেই শেরপুর পৌরসভার নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক সম্ভাব্য মেয়র প্রার্থীরা নির্বাচনী মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছে। মনোনয়ন পেতে দলীয় হাই-কমান্ডসহ ভোটারদের সঙ্গে মতবিনিয়ম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র পদে সম্ভাব্যপ্রার্থী শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌরসভার ৩বার নির্বাচিত কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি। এসময় তার সাথে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গণেশ কিশোর মুন্সীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।