প্রতিনিধি ১৮ মে ২০২০ , ২:৪২:২৯ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি : গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে। নিহত নজির জোয়ার্দার (৫৫), মৃত তাছের জোয়ার্দারের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে।
জানা যায়, রোববার সকালে হড়রা গ্রামে গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে নজির জোয়ার্দারের সাথে তার ভাই সুন্নত জোয়ার্দারের বাক বিতন্ডা হয়। এসময় সুন্নত জোয়ার্দার ও তার ছেলে রজন জোয়ার্দার চাচা নজিরকে লাঠি দিয়ে মারধর করে। আহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যু বরণ করেন।
শৈলকুপার থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আসামীরা পলাতক রয়েছে। নিহত ব্যক্তির সাথে তার ভাই ভাতিজাদের দীর্ঘদিন যাবৎ জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।