খেলাধুলা

শ্যামলী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন খেলার উদ্ধোধন

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২১ , ৬:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার:

এলাকার যুব সমাজকে সচেতন ও খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে রাজধানী শ্যামলী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামলী ১ নাম্বার গলিতে এই খেলার কোর্ট উদ্ধোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফসার আহমেদ। উদ্ধোধনের সময় তিনি বলেন, এলাকার যুব সমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে বিরত রাখতে এবং খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে প্রতি বছর আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। দেশে বিভিন্ন জায়গায় যুবকদের পথভ্রষ্ট হতে দেখা যায়। এছাড়া যুবকরা বিভিন্ন সময় পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন চাপে হতাশায় থাকে। এসময় উপায় না পেয়ে অনেকেই আত্মা হত্যার পথ বেচে নেন।

তাই এলাকার যুবকদের ঐক্যবদ্ধ রাখতে আমাদের এই প্রয়াস। আশা করি খেলাধুলার মধ্য দিয়ে অত্র এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি পাব। সমিতির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিয়াজ সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content