প্রতিনিধি ২১ মে ২০২০ , ৫:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ
এমদাদুল হক,শ্রীপুর (গাজীপুর): করোনা মহামারি মোকাবেলায় ঘরে থাকুন,সুস্থ থাকুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে শ্রীপুরে অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য রাতদিন ছুটে চলেছেন জাতীয় সংসদের গাজীপুর–৩১৪ আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি। তিনি প্রয়াত সাবেক এমপি এড.রহমত আলীর সুযোগ্য কণ্যা।
খাদ্য সামগ্রী,ঈদ উপহার কখনো নগদ অর্থ পৌছে দিচ্ছেন অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে। এ ছাড়া করোনা মহামারিতে প্রতিবন্ধী,এতিম অসহায়ের পাশে ৩ হাজার পরিবারকে ইতি মধ্যেই বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। বৃহস্প্রতিবার সকালে পৌর এলাকায় আসন্ন ঈদ উপলক্ষে তার ব্যক্তিগত পক্ষ থেকে ৩’শ পরিবারের মাঝে সেমাই,চিনি,গুড়ো দুধ,সাবান,কাপড় কাছার পাউডার বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নারী ও পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু,সহসভাপতি ভাষ্কর পাল শুভ,ছাত্রলীগ নেতা তনয় বণিক,সোহাগ মিয়া,যুবলীগ নেতা সবুজ মিয়াসহ নেতৃবৃন্দ।
এমপি অধ্যাপিকা রুমানা আলী (টুসি) বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী আমার ব্যক্তিগত উদ্যোগে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন আমার বাবা সাবেক এমপি রহমত আলী সব সময় গরীব দুঃখী মানুষের পাশে ছিল,তার নীতি আর্দশ ধরে রেখে আমার এই উপহার সামগ্রী চলমান থাকবে।