দেশজুড়ে

শ্রীপুরে চিকিৎসক ও রোগীর নিরাপত্তায়  ‘নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৬:২২:১২ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় চিকিৎসক রোগীর সুরক্ষায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে বুথ স্থাপন করা হয়েছে করোনাভাইরাস বহন করে আসা রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স স্টাফদের (কোভিড১৯) ঝুঁকির এড়াতেনমুনা সংগ্রহ বুথস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এতে রোগীরাও নিরাপদ থাকবেন

রবিবার থেকে এসব বুথ থেকে সেবা দেওয়া শুরু হবে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সহযোগীতায় দুইটিসহ মোট ৩টি করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ ফাতেহ্ আকরাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এবং শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের পক্ষ থেকে দেওয়া দুইটির মধ্যে একটি বরমী ১০ শয্যা বিশিষ্ট মা শিশু কল্যাণ কেন্দ্রে এবং অপরটি রাজাবাড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে স্থাপন করা হয়েছে

বুথ ব্যবহার সম্পর্কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করার সময় নমুনা সংগ্রহকারী অবস্থান করবেন বুথের ভিতরে আর নমুনা প্রদানকারী তিনি থাকবেন বুথের বাহিরে এতে নমুনা সংগ্রহকারী প্রদানকারী একে অন্যের সংস্পর্শে যেতে হবে না এভাবে একজন সংগ্রহকারী অনেক ব্যাক্তির নমুনা সংগ্রহ করলেও তার সংক্রমণের ঝুঁকি থাকবে না এখন থেকে আউটডোর জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা বুথ থেকে সেবা নিতে পারবেন

তিনি আরো বলেন, যিনি নমুনা সংগ্রহ করেন এবং যিনি দিতে যান দুজনের জন্যই কাজটা ঝুঁকিপূর্ণ একজন টেকনিশিয়ান পিপিই পরে নমুনা নেন প্রথম নমুনা নেওয়ার সময় সেই লোকটা যদি করোনা পজিটিভ হয় তবে তার জীবাণুতে পিপিইটা আক্রান্ত হলো পরে আবার অন্য একজন সুস্থ মানুষের নমুনা সংগ্রহ করতে গেলে তিনি সেখান থেকে আক্রান্ত হয়ে যাবেন বুথের মাধ্যমে নমুনা নেওয়া হলে যিনি নমুনা নিচ্ছেন সেও নিরাপদে থাকবে এবং যে ব্যাক্তি নমুনা দিতে আসছেন তার মাধ্যমে রোগটি ছড়াবে না

গাজীপুরের সিভিল সার্জন ডা: খাইরুজ্জামান বলেন, আউটডোর জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা করোনাভাইরাসনমুনা সংগ্রহ বুথ' থেকে সেবা নিবেন সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা এই বুথের মধ্যে একজন চিকিৎসক অবস্থান করবেন সামনের সামান্য ফাঁকা জায়গা দিয়ে øাভস পরিহিত ব্যাক্তি হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে সময় কোনও রোগীর তাপমাত্রা করোনাভাইরাসের উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে পাঠানো হবে

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পরিকল্পনা অর্থায়নে করোনাভাইরাসেরনমুনা সংগ্রহ বুথশ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে ভারতের একটি মডেল ক্রিকেটার মাশরাফি বিন মুরতজার এলাকায় ব্যবহৃত বুথের নমুনা নিয়েই করোনাভাইরাসের বুথ স্থাপনের উদ্যোগ নেই নিরাপদে নমুনা নিতে এবং দিতে পারার জন্যেই বুথ স্থাপন করা হয়েছে এখন আর নমুনা সংগ্রহকারীর বারবার পিপিই পরতে হবে না

আরও খবর

Sponsered content