প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৭:৫৫:৫২ প্রিন্ট সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ধর্ষনের বিচারের প্রতিশ্রæতি দিয়ে এক কিশোরী (২০) ইউপি সদস্যের দ্বারা আবারও ধর্ষনের শিকার হয়েছেন। উপজেলার নয়াপাড়া এলাকাায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে পারভেজ আহম্মেদ (২৮) ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) কলিম উদ্দিনকে (৪০) অভিযুক্ত করে শনিবার দুপুরে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, নির্যাতিতা স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিক। অভিযুক্ত পারভেজ আহম্মেদ পিকাপ চালক। তার গাড়ীতে যাতায়াতের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সম্পর্কের জেরে ১৮ জুলাই রাতে পারভেজ কিশোরীকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে বাড়ি থেকে পালিয়ে যায়। অভিযুক্ত ইউপি সদস্য কলিম উদ্দিন পরদিন ১৯ জুলাই রাত আটটার দিকে ওই বাড়িতে যায়। তাকে তার প্রেমিক পারভেজের সাথে বিয়ের বন্দোবস্ত করে দেয়ার কথা বলে মোটরসাইকেলে করে তার বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। রাত পথিমধ্যে আনুমানিক ১০টার দিকে শালবনের ভেতরে নিয়ে অভিযুক্ত ইউপি সদস্য কলিম উদ্দিন কিশোরীকে উপর্যুপরি ধর্ষন করে ফেলে যায়। সেখান থেকে তার স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রাখে। শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত পারভেজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের শরিরীক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (শতামেক) পাঠানো হয়েছে।