দেশজুড়ে

শ্রীপুরে লকডাউন মেনে দিনমজুর পেলেন খাদ্য সহায়তা

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৬:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিএকদিকে সরকারের লকডাউন নিয়মনীতির প্রতি আনুগত্য, অন্যদিকে ঘরের খাবারও শেষ হয়েছে তিনদিন হতে চলেছে সরকারের নিয়মের আনুগত্যতার জন্য বাইরেও বের হতে পারছিলেন না দিনমজুর রফিকুল ইসলাম (৪৫)

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনাসার টেপিরবাড়ী গ্রামের রফিকুল ইসলাম এক মেয়ে স্ত্রীসহ তিন সদস্যের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যাক্তি বৃহষ্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাইরে তার নাম ধরে কে ডাকছে শুনে বের হন ডাক দেয়া কয়েকজন হাতে ব্যাগ নিয়ে তার বাড়ির উঠানে দাঁড়ানো

যখন শোনলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোমানা আলী টুসি এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল জলিলের পক্ষ থেকে তার পরিবারের জন্য সামান্য খাদ্য উপকরণ, তখন কেঁদেই ফেললেন অসম্ভব খুশি হয়ে দুহাতে খাবারের প্যাকেট হাতে নেন

খাদ্য সহায়তা পৌঁছে দেয়া শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল উজ্জল বলেন, খাদ্যের প্যাকেট হাতে পেয়ে দিনমজুর রফিকুল ইসলাম কেঁদে কেঁদে সকলের সামনে দোয়াও করেছেন

রফিকুল ইসলাম জানান, পরের বাড়িতে কৃষি কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন সরকারের লকডাউন মানতে গিয়ে বাইরে কোথাও ত্রানের জন্য যেতে পারেননি আশায় ছিলেন কেউ হয়ত তার খোঁজ নিবেন অবশেষে তার আশা বাস্তবে পরিণত হওয়ায় তিনি ভীষন খুশি হয়েছেন

এমনিভাবে বাইরে থেকে নাম ধরে ডাক শোনে রিক্সাচালক জিয়া (৪২) বের হয়ে দেখেন মুখে মাস্ক পড়া কয়েকজন লোক তার ঘরের সামনে জিয়া বলেন, রিক্সা নিয়ে বের হয়ে লকডাউনের প্রথম দুদিন বাধার মুখে পড়েন পরে আর রিক্সা নিয়ে বের হননি বাড়িতেই লকডাউনে ছিলেন আয় রোজগার যা ছিল বউ বাচ্চা নিয়ে খেয়ে দেয়ে আরও আগেই সব শেষ হয়ে গেছে বৃহষ্পতিবার রাতে যে খাদ্য সহায়তা পেয়েছি তা সময়ে আমাদের জন্য অমুল্য সম্পদ

খাদ্য সহায়তা পেঁছে দেয়া তেলিহাটী ইউনিয়নের নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম আরফান আলী বলেন, লকডাউন মেনে চলা দারিদ্র পিড়ীত মানুষের কাছে খাদ্য সহায়তা নিয়ে গেলে তারা যে হাসি দেন তাতে খাদ্য সহায়তা দিতে আরও উৎসাহিত হই

শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বলেন, টেপিরবাড়ী এলাকার প্রতিবন্ধী রুহুল আমীন (৫৫) খাদ্য সহায়তা পেয়ে যারপরনাই খুশি হয়েছেন দীর্ঘদিন আগে দুর্ঘটনায় তার পা হারিয়ে তিনি এখন শারিরীক প্রতিবন্ধী সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পড়ে খাদ্য সহায়তাগুলো পৌঁছে দেয়া হচ্ছে

রাতে ঘুরে ঘুরে নিরন্ন মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া রুহুল আমীন গোলাম মোস্তফা বলেন, গাজীপুর আসন তথা শ্রীপুর উপজেলার ১০ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে প্রতিটি ব্যাগে খাদ্য উপকরণ হিসেবে কেজি বুট, কেজি চাল, কেজি ডাল, কেজি আলু, কেজি মুড়ি রয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা গাজীপুর আসনের প্রয়াত সাংসদ অ্যাডভোকেট রহমত আলীর কন্যা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোমানা আলী টুসি শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা দারিদ্র পিড়ীত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে

আরও খবর

Sponsered content