প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৬:০৫:০০ প্রিন্ট সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বামীর মারধোরে আহত স্ত্রী মর্জিনা আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মর্জিনা আক্তার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গঙ্গাটিয়া (জমিদারবাড়ি) গ্রামের আব্দুর রশীদের মেয়ে এবং তার স্বামী সজীব হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল গ্রামের কাজল মিয়ার ছেলে। কাজল স্ত্রী মর্জিনাকে নিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাড়া থেকে ভাঙ্গারী দোকানে কাজ করতো। মামলার বরাত দিয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সারোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী মর্জিনা আক্তার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে রাতেই স্বামীকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ওই রাতেই স্বামী সজীব হোসেনকে (২৫) গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠিয়েছে।