ঢাকা

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) বিদায়ী সংবর্ধনা

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিনের বদলীজনিত কারনে কর্মস্থল পরিবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা আয়োজন করে উপজেলা পরিষদ। শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।

প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন,করোনা কালীন সময়ে প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী জন প্রতিনিধিদের পাশাপাশি ইউএনও রাতের আাঁধারে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে সরকারী সহায়তা পৌঁছে দিয়েছেন । তিনি শ্রীপুর থেকে বিদায় হওয়ার পরও উনি তার কর্মের মধ্যে শ্রীপুরের সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে আমি মনে করি ।

শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.শামসুল আলম প্রধানের সভাপতিত্বে ও কৃষি উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও শেখ শামসুল আরেফিন, সহকারী কমিশনার (ভ’মি) ফারজানা নাসরিন, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক প্রমুখ।

 

আরও খবর

Sponsered content