প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:৫৬:৪৮ প্রিন্ট সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে এক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়। তবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি–অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: তারিকুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার সোহেল রানা এবং চাঞ্চল্যকর মা ও তিন সন্তান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপ–পরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার (আবদার) এলাকার চাঞ্চল্যকর মা ও তিন সন্তানকে জবাই করে হত্যার ঘটনায় উপ–পরিদর্শক (এসআই) আবু জাফর মোল্লা তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
তিনি আরো জানান, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে জেলার কালীগঞ্জ থানার গোলাম সরোয়ার ও ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কালিয়াকৈর থানার মনিরুজ্জামান খানকে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার (আবদার) এলাকার একটি বাড়ি থেকে মা স্মৃতি ফাতেমা, দুই মেয়ে ও এক ছেলের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ২২ এপ্রিল (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করে।
নিহতরা হলেন আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)। এ ঘটনায় কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে রবিবার (২৬এপ্রিল) দিবাগত রাতে হত্যার ঘটনায় জড়িত একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে কিশোর পারভেজকে (১৭) গ্রেপ্তার করে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।