প্রতিনিধি ৮ মে ২০২০ , ৪:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের একমাসের দোকানভাড়া মওকুফ করেছেন এস এ মার্কেটের মালিক যুক্তরাজ্য প্রবাসী আসাদুর জামান আসাদ। বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনাভাইরাসের কালো থাবার সংকটময় দূর্দিনে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন তিনি।
জানা যায়, শহরের ভানুগাছ রোডে এস এ মার্কেটের পানসি রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টারসহ ২টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন।
এস এ মার্কেটের মালিক আসাদ মুঠোফোনে বলেন, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে এরই মধ্যে সারাদেশকে লকডাউন করেছে প্রশাসন। এ পরিস্থিতিতে দোকান বন্ধ থাকায় ওই মার্কেটের ব্যবসায়ীরা বিপাকে পড়েন। তাঁদের দুর্ভোগের কথা চিন্তা করে গত এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। আমি আশা করি অন্যান্য দোকানমালিক যেন ব্যবাসায়ীদের পাশে দাড়াঁন।