প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৪৭:২০ প্রিন্ট সংস্করণ
এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে নিয়ে যেন ছেলেখেলা করল ভারত। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫০ রানে এদিন অলআউট হয় দ্বীপদেশটি। ৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৭ বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এশিয়া কাপে যা তাদের অষ্টম শিরোপা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। তবে টসের পরই বৃষ্টি নামে। অবশেষে প্রায় আধাঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লংকানরা। জাসপ্রিত বুমরার করা প্রথম ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা। তবে লংকানদের ওপর ধ্বংসযজ্ঞ চলে চতুর্থ ওভারে। ওই ওভারে ৪ লংকান ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ। ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রামা, চারিথ আসালঙ্কা এবং ধনঞ্জায়া ডি সিলভাকে। ষষ্ঠ ওভারে নেন আরও এক উইকেট। এবার বোল্ড করেন লংকান অধিনায়ক দাসুন শানাকাকে। ১২ রানে ৬ উইকেট হারানো শ্রীলংকা সপ্তম উইকেটে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে ৩৩ রানের মাথায় কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করে দাঁড়াতে দেননি সিরাজ। এর পরে চলে হার্দিক পান্ডিয়া শো। লংকানদের শেষের ৩ উইকেট তুলে নেন এই পেসার।
ইনিংস শেষে সিরাজের বোলিং ফিগার, ৭-১-২১-৬। আর পান্ডিয়ার, ২.২-০-৩-৩। তাতে ৩০০ বলের ইনিংসে শ্রীলংকা টিকতে পারে মাত্র ৯২ বল।
এর আগে ওয়ানডেতে এক ইনিংসে শ্রীলংকার সর্বনিম্ন রান ছিল ৪৩। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত কম রানে অলআউট হয়েছিল লংকানরা। এশিয়া কাপেও এটি সর্বনিম্ন দলীয় স্কোর।