প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর হার দেখলো বাংলাদেশ নারী ‘এ’ দল। মঙ্গলবার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের কাছে তারা হেরেছে ১৯ রানে। মূলত ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে তাদের।
কলম্বোর থুরস্টান কলেজ গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিং পায় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ৫ উইকেটে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ১২৪ রান। লক্ষ্যে নেমে ইনিংসের তিন বল বাকি থাকতে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
দুই দলের শেষ টি-টোয়েন্টি আগামী বৃহস্পতিবার কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে।
এই হারে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন ভেঙে গেলো বাংলাদেশের। সিরিজ আগেই জিতে যাওয়ায় নিয়মরক্ষার ম্যাচে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে চেয়েছিল তারা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এই সিরিজকে। আগের তিন ম্যাচের অধিনায়ক রাবেয়া খান বিশ্রামে ছিলেন। আরও ছিলেন না নিগার সুলতানা জ্যোতি, সাথি রানি, রিতু মনি ও সুলতানা খান। নাহিদা আক্তারের নেতৃত্বে একাদশে জায়গা করে নেন শামীমা সুলতানা, সাকিবুন নাহার, স্বর্ণা আক্তার, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।
ফাহিমা ও স্বর্ণা বল হাতে দারুণ নৈপুণ্য দেখান। নবম ওভারে ৪০ রানে শ্রীলঙ্কার চার উইকেট পড়ে। পিউমি ভাতসালার সঙ্গে সাথিয়া সন্দীপনির ব্যাটে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ান, তারা যোগ করেন ৪৭ রান। পরে মালশা শেহানির সঙ্গে ৩৭ রান যোগ করেন সন্দীপনি। তিনি সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন। ২১ রান করেন মালশা।
মারুফা ও ফাহিমা ২টি করে উইকেট নেন। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন জাহানারা।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বিপদে পড়ে বাংলাদেশ, হারায় ৩ উইকেট। তাজ নাহারের সঙ্গে ওপেনার শামীমা ধীরগতির ৩৫ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর শুরু হয় ধস। ২ উইকেটে ৫৬ রান করা বাংলাদেশ ৮ উইকেট হারায় ৭৭ রানে। ২১ রানে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে জিততে পারেনি বাংলাদেশ। উল্লেখযোগ্য ইনিংস খেলেন স্বর্ণা। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি।