বাংলাদেশ

সংঘর্ষে ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল : তথ্যমন্ত্রী

  প্রতিনিধি ২৯ মে ২০২২ , ৬:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ছাত্রদলের অধিকাংশ নেতা এখন ছাত্র নন, তারা ছাত্রের বাবা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ছাত্রদল করে তাদের বয়স এখন কত? তাদের সভাপতি-সম্পাদক তারা কি ছাত্র? তাদের বয়স তো ৪০ এর উপরে। তারা তো ছাত্র নন, ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চাইবে তখন তো ছাত্ররা তো উত্তেজিত হবেই, সেটি খুব স্বাভাবিক।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল। বহিরাগতরা ঢাবিতে প্রবেশ করতে চাইলে তো ছাত্ররা বাধা দেবেই।

হাছান মাহমুদ বলেন, দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে এর দায় খালেদা জিয়া ও তারেক জিয়ার উপরও বর্তায়। সেজন্যই অনেকে দাবি তুলেছেন, তাকে (খালেদা জিয়া) আবার কারাগারে পাঠানোর।

 

খালেদা জিয়া জেলখানায় থাকলে এই প্রশ্ন আসত না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

আরও খবর

Sponsered content