দেশজুড়ে

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সমৃদ্ধ বাউফল গড়তে চাই -ড.মাসুদ

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৭:৫০:৫৮ প্রিন্ট সংস্করণ

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সমৃদ্ধ বাউফল গড়তে চাই -ড.মাসুদ

প্রত‍্যাশিত বাউফল ও কাঙ্খিত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল শাখার উদ্যোগে কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এ‍্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ০২ নভেম্বর রোজ শনিবার বিকাল ০৫ ঘটিকায় এক সম্প্রীতি সভা ও আলোচনা  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. রেদোয়ান উল্লাহর সঞ্চালনায় ও মাওলানা আব্দুল করিম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি  আসন অলংকৃত করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি  অধ্যাপক মো. শাহআলম আমির বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখা। মো. মশিউর রহমান, সহকারি পরিচালক বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চল, মাওলানা রফিকুল ইসলাম, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী বাউফল উপজেলা শাখা মাওলানা মো.ইসাহাক মিয়া সাবেক আমির বাউফল উপজেলা শাখাঅধ্যাপক খলিলুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী বাউফল শাখা মো. মাহদী হাসান সভাপতি পটুয়াখালী জেলা শাখা।

 প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ জুলাই -আগষ্টে নিহত শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্ততা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। কোরআন ও সুন্নাহের আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সমৃদ্ধ  বাউফল বিনির্মাণের  লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অন‍্যান‍্যদের মধ‍্য বক্তব্যে রাখেন কনকদিয়া বাজার কালি মন্দিরের সভাপতি হীরেন চন্দ্র দাস। তার বক্তব্যে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সম্প্রীতি এবং ঐক্যের ডাকে বাউফল বাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে জুলাই -আগষ্টে বিপ্লবে ক্ষতিগ্রস্ত কনকদিয়া ইউনিয়নের দুইটি পরিবারের মাঝে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। 

আরও খবর

Sponsered content