রংপুর

সমাজ থেকে অপরাধ নির্মুল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১২:৫২ প্রিন্ট সংস্করণ

সমাজ থেকে অপরাধ নির্মুল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দিনাজপুরের নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান পুলিশ সাংবাদিকদের দায়িত্ব হলো বৈষম্য দুর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা উল্লেখ করে বলেন, প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

তিনি দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুটের ঘটনা উল্লেখ করে বলেন, এসব অস্ত্র কোন কারণে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে পারে এবং দুর্বৃত্তরা মাজার ভাংচুর করছে এ বিষয় আমাদের সতর্ক থাকতে হবে। আগামী দুর্গাপুজাকে উৎসবমুখর করতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি মাদকদ্রব্যে জিরো টলারেন্স উল্লেখ করে আরও বলেন, সমাজ থেকে অপরাধ নির্মুল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিবেশ দুষণ রক্ষার্থে প্লাস্টিকের যাবতীয় পণ্য পরিহার করতে হবে। পুলিশ সুপার স্ব স্ব অবস্থান থেকে সকলের সহযোগিতা কামনা করে বলেন, রাষ্ট্রের মুলনীতি আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বুধবার দিনাজপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. জিন্নাহ আল মামুন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক নুরুল হুদা দুলাল, শাহ আলম শাহী, শাহীন হোসেন, শাহারিয়ার হিরু, মাহফুজুল হক আনার, আব্দুর রহমান, আজহারুল আজাদ জুয়েল, রেজাউল ইসলাম রঞ্জু, মাহফিজুল ইসলাম রিপন, ফখরুল ইসলাম পলাশ, রুস্তম আলী মন্ডল, বিপুল সরকার সানিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content