প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৫:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে, কেউ নাশকতার চেষ্টা করলে, সরকারি বা জানমালের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করলে ডিএমপি যথাযথ আইনি ব্যবস্থা নেবে।’
শনিবার সকাল সোয়া ১০টায় কাকরাইলের নাইটিংগেল মোড়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে বিএনপি সমাবেশের নামে আমাদের পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে৷ আজকে ডিএমপির সদস্যদের বলা হয়েছে, তারা যেন সব সময় সতর্ক অবস্থানে থাকে, যাতে কেউ জানমালের কোনো ক্ষতি করতে না পারে।
ঢাকার সড়কে গণপরিবহন সংকটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ডিএমপির কোনো নিষেধাজ্ঞা নেই। স্বাভাবিক জীবনযাত্রা চলার জন্য যা দরকার তা চলবে। ডিএমপি এ ব্যাপারে কাউকে কোনো বাধা দেয় নাই।