দেশজুড়ে

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৩:৩০:০৯ প্রিন্ট সংস্করণ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে

বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদাবাজ,দখলদারিত্ব দূর করতে এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের জীবনের নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তনের জন্য জীবন দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে ছাত্র জনতা ।

সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই চাঁদাবাজ-দখলদারদের দল বয়কট করুন। বুধবার (৬ নভেম্বর ২০২৪) বিকালে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সমাবেশে ফয়জুল করীম আরও বলেন,৫ আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি- দখলদারত্ব, হত্যা-খুন, মিথ্যা মামলা-হামলা চলছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। এ জন্য তো সংগ্রাম করিনি, এ জন্য তো দেশ স্বাধীন করিনি। যে দল চাঁদাবাজি-দখলদারত্ব, হত্যা-খুনের সঙ্গে জড়িত তাদের বয়কট করতে হবে। আগামী নির্বাচনে তাদের ভোট দেবেন না। তিনি বলেন, বিগত দিনে সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ দেখেছি।

তবে মানুষের কোনো উন্নয়ন দেখিনি, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। শুধু হয়েছে লুটপাট, চাঁদাবাজি, টাকা পাচার, হত্যা খুন গুম।মানুষের ভাগ্যের উন্নয়নে ইসলামী আন্দোলনের বিকল্প নেই দাবি করে ফয়জুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াত-শিবিরের কোনো লিডার প্রকাশ্যে রাস্তায় নামেননি বলে অভিযোগ করেন তিনি। ইসলামী আন্দোলনের প্রতিটি নেতাকর্মী জীবন বাজি রেখে রাস্তায় সংগ্রাম করেছেন। দেশ স্বাধীন করেছি। আগামী দিনে সাম্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামী শাসনের বিকল্প নেই।

এসময় বিভিন্ন ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content