প্রতিনিধি ২১ মার্চ ২০২৪ , ৭:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ
সম্প্রীতির ইফতারে মুখর হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। রমজানের প্রতিদিন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য। সারাদিন ক্লাস-পরীক্ষা ও টিউশনির ব্যস্ততা শেষে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, নীল দিঘী, শান্তিনিকেতন, গ্যারেজসহ বিভিন্ন স্থানে। উদ্দেশ্য সহপাঠী বা সিনিয়রদের নিয়ে এক সাথে ইফতার করা।
সাধারণত রমজানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকেনা। তাই নিজ ক্যাম্পাসেই ইফতার সারছেন শিক্ষার্থীরা।
মাগরিবের আজানের আগ পর্যন্ত প্রতিটি দল তাদের সামনে ইফতারি নিয়ে বসে থাকে। সচরাচর তাদের ইফতারির মধ্যে থাকে মুড়ি, আলুর চপ, পিঁয়াজু, ডিমের চপ, জুস, বেগুনি, জিলাপি, শরবত, খেজুর, বুন্দিয়াসহ নানা রকম মৌসুমি ফল-ফলাদি।
ক্যাম্পাসের জুনিয়র-সিনিয়র সবার সম্মিলিত অংশগ্রহণে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে প্রাণচঞ্চল হয়ে ওঠে ইফতার আয়োজন। রোজা শুধু মুসলমানদের ইবাদত হলেও তাদের সঙ্গে যোগ দিয়ে থাকেন অন্য ধর্মাবলম্বী বন্ধুরাও।
ক্যাম্পাসে ইফতারের অনুভূতি জানিয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন বলেন, সারাদিনের ব্যস্ততার শেষে বন্ধুদের সাথে খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন আমার কাছে সবচেয়ে মধুর অনুভূতি জাগ্রত করে। এটি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।