প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ৮:১৯:৫৩ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি : সরকারের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে, দায়িত্বশীলরা একেক জন একেক রকম বক্তব্য দিচ্ছেন, লক্ষণ ভালো না। দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা বিএনপি শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নেতা-কর্মীদের প্রতি ঐক্যব্ধ হয়ে কাজ করার আহবান জানান।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির খান, জেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপি নেতা সাখাওয়াৎ হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম, এড, কাজী খান ও জেলা যুবদল সভাপতি মনির হোসেন প্রমূখ।
এর আগে একই দিন সকালে দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর বিএনপি আয়োজিত ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার দলের বাহিরের শত্রæ থেকেও দলের ভিতরের শত্রæদের আরো ভংঙ্কর বলে উল্লেখ করে নেতাকর্মীদের শতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, জাতীয় সংসদে শহীদ জিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করেছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ধবংস করা যাবে না। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচির উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাবউদ্দিন, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, আনোয়ারুল ইসলাম, সৈয়দ আক্তারুজ্জামান, প্রফেসর নজরুল ইসলাম, আকম মোফাজ্জল হোসেন, কাউন্সিলর হাসান আজমল ভ‚ইয়া, মুসলেউদ্দিন চৌধুরী মুসা প্রমুখ। আলোচনা সভা শেষে নানা কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষদী গাছের চারা বিতরণ করা হয়।