বাংলাদেশ

সরকার নিজেই সিন্ডিকেটের হাতে বন্দি : ন্যাপ

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৬:২১ প্রিন্ট সংস্করণ

সরকার নিজেই সিন্ডিকেটের হাতে বন্দি : ন্যাপ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সারা দেশে হাহাকার চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার নিজেই সিন্ডিকেটের হাতে বন্দি।  

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেছেন। 

তারা বলেন, বাজার ব্যবস্থাপনা দেখলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। সিন্ডিকেট যেদিকে সুইচ দেয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সেভাবেই কাজ করে। 

তারা বলেন, সিন্ডিকেট নামক অদৃশ্য শক্তির হাতে বন্দি সরকার। যে সিন্ডিকেট সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে জনসাধারণের কাঁধে। বাংলাদেশের মানুষ মুক্তি চায় বাজারের এই সিন্ডিকেট অস্বস্তি থেকে। চায় স্বাভাবিক বাজার ব্যবস্থার গ্যারান্টি। এখন দেশের জনসাধারণের মনে একটাই প্রশ্ন, সরকার আদৌ স্বাভাবিক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে পারবে কি না ?

নেতারা আরও বলেন, বাণিজ্যমন্ত্রী মহোদয় এতো বড় বিজ্ঞ লোক। উনি তো অবশ্যই এই বাজার চিত্রে নজর দিতে পারেন। উনি যদি বাজার ব্যবস্থায় তদারকি করতেন তবেই কেবল তিনি বুঝতে পারতেন আসলে জিনিসপত্রের যে দাম, তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। 

আরও খবর

Sponsered content