প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২১ , ৫:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ
সরকার মুক্তিযুদ্ধের গৌরবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির মহানগর সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকার গঠন, উপজেলা পরিষদ প্রশ্নে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রব বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে রাষ্ট্রের মৌলিক কাঠামো বিনষ্ট করে, গণতন্ত্র হত্যা করে, ভোটাধিকারকে প্রহসনে পরিণত করে, আইনের শাসনকে নির্বাসনে পাঠিয়ে এবং রাষ্ট্রীয় সম্পদকে হরিলুট করার সুযোগ দিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্তবৈশিষ্ট্যপূর্ণ করে মুক্তিযুদ্ধের গৌরবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, সরকারের অপশাসনের কারণে বাঙালি জাতীয়তাবাদ চরম ঝুঁকিতে পড়ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, সমাজে হিংসা প্রতিহিংসা নিষ্ঠুরতা বিস্তার লাভ করছে। শুধু ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য বর্তমান সরকার বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটোকেই পরিত্যাগ করেছে।
জেএসডি সভাপতি বলেন, এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। এই পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে। বিদ্যমান সংকট নিরসনের একমাত্র বিকল্প জাতীয় সরকার গঠন করা।
তিনি বলেন, দেশের সাধারণ জনগণ এক দুর্যোগকালীন সময় অতিক্রম করছে। চাল, ডাল, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে। দিবারাত্রি হাঁড়ভাঙ্গা খাঁটুনির পরও জনগণ পরিবারের প্রয়োজন মেটাতে পারছে না।
জেএসডি সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার মহান উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রশ্নে মহামান্য হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছেন। অথচ সরকার এ রায় বাস্তবায়নের কোনো উদ্যোগই গ্রহণ করছেন না। রায় বাস্তবায়ন প্রলম্বিত করা কল্যাণকর হতে পারে না।
জেএসডি ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধন সমাবেশে আরো উপস্থিত ছিলেন সা কা ম আনিসুর রহমান খান কামাল, তানিয়া রব, অ্যাড. কে এম জাবির, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক নেতা মোশাররফ হোসেন, যুব নেতা এস এম সামছুল আলম নিক্সন, মোসাররফ হোসেন, শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।