প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৪:১৩:০৮ প্রিন্ট সংস্করণ
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরাইল থানার পুলিশ সহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে সরাইলের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলার ৩নং চুন্টা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ২০ অক্টোবর ২০২০ইং তারিখে প্রাথমিক বেসরকারি ফলাফলে ৫৩৯৯ ভোট পেয়ে নৌকা প্রতীক শেখ হাবিবুর রহমান বিজয়ী হয়েছেন।
গত ২০ অক্টোবর ২০২০ইং তারিখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ইউপি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন, ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওঃ আসাদ উল্লাহ, মিনার প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী বাহার মিয়া, লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির, আনারস প্রতীক, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেখ হাবিবুর রহমান, নৌকা প্রতীক।
২০ অক্টোবর ২০২০ রাতে উপজেলা মিলনায়তন হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করে উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহবুব আলম, এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কমিশনার, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ খালিদ জামিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, সাংবাদিক শফিকুর রহমান, তাসলিম উদ্দিন, রাকিব, মোঃ রুবেল মিয়া, মোঃ আলমগীর মিয়া সহ আরও অনেকে।
প্রাথমিক বেসরকারী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, মোহাম্মদ মাহবুব আলম।
ফলাফল:
শেখ মোঃ হাবিবুর রহমান নৌকা প্রতীক-৫৩৯৯ ভোট, মোঃ হাজী বাহার মিয়া লাঙ্গল প্রতীক-৪৫১৯ ভোট, মোঃ হুমায়ুন কবির আনারস প্রতীক-৪৪৭০ ভোট, আসাদ উল্লাহ মিনার প্রতীক-১১৭ ভোট।
সরাইল থানা আইন শৃংখলা কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, এ.এস.এম মুসা জানায় জাল ভোট দেয়ার প্রচেষ্টায় ৩ জন কে ৬ মাস করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। তারা হলেন রসুলপুর গ্রামের তাইবা আক্তার, ছুমাইয়া আক্তার, সাদিয়া আক্তার। তিনি আরও বলেন সরাইল থানার ও.সি আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন। সরাইল থানার ও.সি আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ ভুমিকা রেখেছেন।