প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৫:১১:৩২ প্রিন্ট সংস্করণ
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার পরিচালনায় বুধবার ভাম্যমান আদালতে ০৮ জনকে নগদ ১৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
দন্ডিত সরাইল সদর ইউনিয়নের ইউসুফ মিয়া ৫ হাজার, প্রশান্ত দাস ৫ হাজার, নিজাম উদ্দিন ২ হাজার, শাহিন মিয়া ১ হাজার, জাবেদ মিয়া ১ হাজার, নুর আলম ১ হাজার, আনোয়ার হোসেন ১ হাজার এবং শাহবাজপুর ইউনিয়নের আবুল কাশেমকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।