প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৪:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৪ দিন পর কবির মিয়া (১৮) নামের পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। কবির মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের সাব্বির মিয়ার ছেলে।
সোমবার সকালে কবিরের বাড়ীর প্রায় ৪০০ ফুট পশ্চিম পাশে লাওয়াই খালে একটি লাশ ভাসমান দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ জানায় তার শরীরে কয়েকটি চুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কবিরের মা মুসলিমা জানায়, গত ১৪ মে রাত ১০ টার দিকে কবির মোবাইল নিয়ে ঘর থেকে বেড়িয়ে যায়। ঘন্টা খানেক পরে তাকে ফোন দিলে ফোনটি কেঠে দেয়, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। দুইদিন তাকে খোঁজে না পাওয়ার পর ১৭ মে থানায় জিডি করা হয়। আজ ১৮ মে তার লাশ লাওয়াই খালে পাওয়ার খবর পেয়ে আমরা তার লাশ দেখে নিশ্চিত হয়।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আহমেদ বলেন, এ বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি ও তদন্ত চলতেছে।