প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫২:৪৬ প্রিন্ট সংস্করণ
“বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে সরাইল থানা পুলিশ বিট পুলিশিং আয়োজন করে ৫নং ওয়ার্ডের সৈয়দটুলা গ্রামে সৈয়দটুলা উত্তর পাড়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার জনাব ওমর আলী, বক্তব্য রাখেন এসআই জাকির হোসেন, এএসআই আলা উদ্দিন জয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল আলীনগর মাদরাসার সদর মুহতামিম মাওলানা আবু সাইদ ও সৈয়দটুলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাসেম ও সাবেক সহকারি শিক্ষক ও সৈয়দটুলা মাষ্টার মিশন স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়া, মোঃ সুলতান খন্দকার, দুলাল খন্দকার, ধন খান, তমিজ উদ্দিন, হোসেন মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।