প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৪:০৭:৪৩ প্রিন্ট সংস্করণ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বপন মিয়া (৩৫) নামের এক অটোচালককে নেশাজাতীয় সিগারেট খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্বপন মিয়া ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করছিলেন। দুপুরে সরিষাবাড়ী হাসপাতালের সামনে থেকে কয়েকজন অজ্ঞাত যাত্রী সানাকৈর যাওয়ার কথা বলে তার অটোতে ওঠেন। পরে তারা কৌশলে স্বপনকে নেশাজাতীয় সিগারেট খাওয়ান। কিছু সময়ের মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
এরপর যাত্রীরা তাকে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এক ভ্যানচালক তাকে অচেতন অবস্থায় দেখে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্বপনের পরিবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তারা দ্রুত ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের দাবি জানান।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।