ময়মনসিংহ

সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ৫:২০:০৪ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন (পাম্প) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দিগপাইত-তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়ক সংলগ্ন একুশের মোড় এলাকায় স্থাপিত এই পাম্প উদ্বোধন করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাম্পের মালিক মামুন অর-রশিদ ফকির এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক পৌর মেয়র ফয়েজুল কবির তালুকদার শাহীন। এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রন্জু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাঁন মিয়া চানু, তারাকান্দি সিবিএ সভাপতি সফিকুল ইসলাম, সম্পাদক মোর্শেদ আলম তালুকদার প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ‘সরিষাবাড়ীতে এই প্রথম মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপিত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। এলপিজি গ্যাস পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। এই গ্যাস ব্যবহারে ঝুঁকিও অনেক কম। সরিষাবাড়ী সুস্থ্য ও সুন্দর রাখতে  মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন অন্যরকম ভূমিকা পালন করবে। পরে আলোচনা শেষে উদ্বোধনের মাধ্যমে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content