ময়মনসিংহ

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৭:২২:১১ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী  উপজেলা কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডোয়াইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল-আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। 

উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল-আমিন শেখের সঞ্চালনায় সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষক দলের আহব্বায়ক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহব্বায়ক আব্দুল মজিদ, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারন সম্পাদক মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলে সভাপতি আক্তার হোসেন, ওয়ার্ড কৃষক দলের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষক দলের নারী পুরুষ সকল নেতাকর্মীরাই এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content