প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২০ , ১২:০১:৪৬ প্রিন্ট সংস্করণ
তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সৌদি আরব। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। তবে এই আট ব্যক্তি কারা, তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি আরবের সরকারি কৌঁসুলিরা বলেছেন, খাসোগির পরিবারের সদস্যরা অভিযুক্ত হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের সাজা হবে ২০ বছর করে। এ ছাড়া বাকি তিন ব্যক্তিকে ৭ থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।
আজ সোমবার সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, সৌদি প্রসিকিউশন একে চূড়ান্ত রায় বলে উল্লেখ করেছে।