রংপুর

সাংবাদিক মানিক সরকার আর নেই

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৮:০২:৩২ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:
রংপুরের সাংবাদিক, ছড়াকার মানিক সরকার (৫৮) মারা গেছেন। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টায় তার মরদেহ রংপুর প্রেসক্লাব চত্বরে রাখা হয়। পরে বিকাল ৩টায় রংপুর দখিগঞ্জ শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিড়া অনুষ্ঠিত হয়। মানিক সরকার মানিক অধুনালুপ্ত দৈনিক রূপালীর রংপুর জেলা প্রতিনিধি, জনকণ্ঠ ও কালের কণ্ঠ’র সাবেক স্টাফ রিপোর্টার, সময় টিভির সাবেক রংপুর ব্যুরো প্রধান ছিলেন। এছাড়া তিনি রংপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।