প্রতিনিধি ১৪ মার্চ ২০২১ , ৯:০২:২৬ প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার এবং এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর হামলা ও মামলা প্রত্যাহারসহ সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব সংবাদদাতা মোশাররফ হোসেন বুলু, ভোরের দর্পণের প্রতিনিধি একেএম শামছুল হক, যায়যায় দিন প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এমএ মাসুদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহজাহান মিয়া, আমার সংবাদের প্রতিনিধি নাদিম হোসেন আনোয়ার হোসেন, খোলা কাগজের প্রতিনিধি সুদীপ্ত শামীম, আজকালের খবর প্রতিনিধি জাহিদ হাসান জীবন, বিডিসমাচারের প্রতিনিধি এনামুল ইসলাম, দৈনিক গণকন্ঠ ও মুভি বাংলা টিভির প্রতিনিধি ফাহিম হাসান, জেটিভির প্রতিনিধি জুয়েল রানা, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকছেদ আল মামুন প্রমুখ।