দেশজুড়ে

সাংবাদিক সুপনের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ৭:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক সুপনের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বাউফল প্রতিনিধি বাউফল প্রেসক্লাবের সম্মিনিত সদস‍্য ও অহিদুজ্জামান সুপনের বাবা সর্বজন শ্রদ্ধেয় মানবিক শিক্ষক এ, ওয়াই, এম, কামারুজ্জামানের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে শোকবার্তার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন। এছাড়া বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তার মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা বিদেহী আত্মার মাগফেরাত সহ তার শোক সন্তপ্ত পরিবার এবংনস্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক মহল তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ, ওয়াই, এম, কামারুজ্জামান রবিবার (১২অক্টোবর) দিবাগত রাত ১০.৫৬ মিনিটে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ই’ন্তে’কা’ল করেন। ইন্না-লিল্লাহ….. রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আসরবাদ তার প্রথম জানাজার নামাজ বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলবিলাস বাজার আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিলবিলাস মৃধা বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ, ওয়াই, এম, কামারুজ্জামান শিক্ষকতা পেশার মাধ্যমে প্রথম তার কর্মজীবন শুরু করেন বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০ সালে।

পরবর্তীতে তিনি ঢাকা শের-ই- বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয় ও বাউফল মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। ১৯৮৫ সালে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসরে যান। এ ছাড়া তিনি কর্মময় জীবনে সমাজ ও রাস্ট্র গঠনের উন্নয়ন অনেক অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাউফলে শোকের মাতম বয়ে চলছে।

আরও খবর

Sponsered content