প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৫:২১:০৭ প্রিন্ট সংস্করণ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে ইকো’র অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় ও এসোড এর বাস্তবায়নে গত বুধবার পূর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ পর্যালোচনা এবং বন্যা পূর্বাভাস বুলেটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম রেজাউর রহমান, সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমদাদ হক, এসোড সুফল এর প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সাহা, এসোড সুফল এর প্রজেক্ট অফিসার আনোয়ারুল ইসলাম প্রমুখ।