রংপুর

সাঘাটায় শিক্ষক সমিতির কমিটি গঠনকল্পে আলোচনা সভা

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২০ , ৪:১২:০৫ প্রিন্ট সংস্করণ

Digital Camera

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে গত শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, লিয়াজু ফোরাম সাঘাটা উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশিস জেলা শাখার সভাপতি মাহাবুর রহমান প্রমাণিক। বিশেষ অতিথির বক্তব্য বাশিস জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রধান, প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম সাজু, শিক্ষক উত্তম কুমার পাল, আব্দুল হালিম, লুৎফর রহমান, জালাল, আতিকুর রহমান প্রমুখ। আলোচনা শেষে কামালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম সাজু কে সভাপতি, রামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার পাল কে সাধারণ সম্পাদক, বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমানকে সাংগঠনিক করে সাঘাটা উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content