প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৮:২২:০৩ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা: সাতক্ষীরায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন সাতক্ষীরা শহর, একজন তালার তেতুলিয়া ও আরেকজন শ্যামনগরের আটুলিয়া এলাকার বাসিন্দা।
শনিবার (৩০ মে) রাতে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, শনিবার পাওয়া রিপোর্টে সাতক্ষীরা জেলায় আরও তিন জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে।
প্রশাসনের পক্ষ থেকে রাতেই করোনা পজিটিভ ব্যক্তিদের বাড়িসহ তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।