প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ১২:১১:০২ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলায় ৬০ বছর বয়সি এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বাড়ির পাশে একটি বাঁশবাগানে আবদুল আজিজের লাশ পড়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আজিজের দ্বিতীয় স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গতকাল সন্ধ্যায় কে বা কারা আবদুল আজিজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে একটি বাঁশবাগানের মধ্যে আবদুল আজিজের গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল আজিজের দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন, প্রতিবেশী জোহরা খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আবদুল আজিজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।