প্রতিনিধি ১১ মে ২০২০ , ৬:১৬:১০ প্রিন্ট সংস্করণ
স.ম তাজমিনুর রহমান টুটুল, সাতক্ষীরা : বাংলাদেশ সেনা বাহিনী যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল এর তত্ববাধনে ও ৪১ ফিল্ড এ্যামবুলেন্স এর পরিচালনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
সেমাবার আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ল্যপ্টেন কর্ণেল ডা: ফারহানার নেতৃত্বে ৫ সদস্যর ডাক্তার দল দিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাসসহ সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পটি সুদক্ষ ভাবে গঠনে ও ব্যবস্থপনার দাযিত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। একই সাথে বিভিন্ন রোগগ্রস্থ মানুষের মাঝে বিনা মুল্যে ৫২ প্রকার ঔষধ দেওয়া হয়।