খুলনা

সাতক্ষীরায় সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ১২:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সাতক্ষীরার তালায় গলায় ফাঁস দিয়ে চন্দ্র শেখর সরকার নামে এক সেনা সদস্য আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার মাগুরা গ্রামে নিজ বাড়ির পাশে এসডিএফ সংস্থার প্রবেশ দ্বারের আড়ার সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

চন্দ্র শেখর সরকার ওই গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং করে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পাঁচদিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গত ২৫ অক্টোবর তার ছুটি শেষ হয়।

তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তালা থানার ওসি মেহেদী রাসেল সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content