প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৪:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে এই কার্যালয় উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া। এসময় তার সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাইবান্ধা জেলা সভাপতি এ্যাডভোকেট ইস্তেকুর রহমান, সহ-সভাপতি রোহিত হাসান রিন্টু, মাহমুদুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।