প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৮:১৩:১৪ প্রিন্ট সংস্করণ
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী ও ফ্রেন্ডস এবিআরএস শিবরাম আদর্শ বিদ্যাপিটের আয়োজনে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, অধ্যক্ষ শফিকুল আলম, পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন, বিদ্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম বুলবুল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উদ্যোগ ফাউন্ডেশনের খন্দকার জিল্লুর রহমান, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সাবেক ভিপি সাজ্জাদ হোসেন পল্টন ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম।