রংপুর

সাদুল্যাপুরে ক্যান্সার আক্রান্ত শিক্ষককে আর্থিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৪:০৩:৪১ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসি আক্তারকে চিকিৎসার জন্য প্রায় দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে মূল ভূমিকা পালন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার ওই শিক্ষকের হাতে অর্থ তুলে দেওয়ার সময় সংক্ষিপ্ত সভায় আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, সাজ্জাদুর রহমান, খাইরুল ইসলাম, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, তাজুল ইসলাম, মতলুবর রহমান, মাহবুবা বেগম, সাঈদ রেজা, আব্দুল গোফ্ফার, সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক লুৎফর রহমান।

এই শিক্ষিকের চিকিৎসায় ১৭ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পরিবার। তাকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content